Long-Tail Keyword Research Tool

আপনি যদি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল খুঁজে থাকেন, তাহলে এই ওয়েব টুলটি আপনার জন্য। এখানে আপনি লং টেইল কিওয়ার্ডের সাথে সর্ট কিওয়ার্ডও পাবেন। তবে বেশির ভাগই লং টেইল জেনারেট হবে।
যেভাবে রিসার্চ করবেনঃ নিচের ড্রপডাউন থেকে সার্চ ইঞ্জিন (যেমনঃ Google) সিলেক্ট করুন। এরপর "বক্সের" মধ্যে একটি কিওয়ার্ড / আপনার টপিক লিখে "Get Keywords" বাটনে ক্লিক করুন। বাটনে ক্লিকের পর অনেক গুলা কিওয়ার্ড জেনারেট হবে সেগুলা সিলেক্ট করে কপি করে ফেলুন। এখানে শুধু মাত্র কিওয়ার্ড আইডিয়া পাবেন, তবে MSV / KD পাবেন না।